ওয়াশিংটন: ক্ষমতায় আসার পরই একের পর এক দেশের উপরে চাপিয়েছেন ট্যারিফ বা শুল্ক। এই শুল্ক নীতি নিয়ে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রবিবার নিজের এই শুল্ক নীতি (Tariff Policy) নিয়েই আরও সুর চড়ালেন ট্রাম্প। বললেন, ধনী ছাড়া প্রতি আমেরিকান শীঘ্রই অন্তত ২ হাজার ডলার করে পাবেন। তাঁর সরকার শুল্ক থেকে যে আয় করছে, সেখান থেকেই এই টাকা দেওয়া হবে।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি আক্রমণ করেন সেই সমস্ত সমালোচকদের, যারা তাঁর বাণিজ্য নীতির সমালোচনা করেছিল। ট্রাম্প বলেন, “যারা শুল্কের বিরুদ্ধে, তারা বোকা!”
মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর সরকার আমেরিকাকে বিশ্বের সবথেকে ধনী ও সম্মানিত দেশে পরিণত করেছে। দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই, স্টক মার্কেটের রেকর্ড মূল্য রয়েছে এখন। ট্রাম্পের আরও দাবি, শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার আয় করছে। এই টাকা খরচ করা হবে দেশের ঘাড়ে থাকা ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে। সরকার দ্রুত এই ঋণ মেটাতে শুরু করবে। পাশাপাশি প্রতি আমেরিকানকে ২ হাজার ডলার করে ডিভিডেন্ট দেওয়া হবে। তবে ধনীরা এই টাকা পাবেন না।
কীভাবে এই টাকা বা ডিভিডেন্ট দেওয়া হবে, সেই বিষয়ে খোলসা করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। কবে থেকেই বা এই ডিভিডেন্ট দেওয়া হবে, তাও জানাননি।






Leave a Comment